Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

নরসিংদী জেলার রায়পুরা উপজেলা একটি ঐতিহ্যবাহী উপজেলা।উপজেলার প্রধান জীবিকা কৃষি হলেও একসময় তাঁত শিল্প এ এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করেছিল।বর্তমানে হাসনাবাদ, আমিরগঞ্জ, রাধাগঞ্জ এবং পশ্চিমাঞ্চলের বেশ কিছু পাওয়ার লূম এই ঐতিহ্য ধরে রেখেছে। এ এলাকার তাঁতীরা তাদের উৎপাদিত পন্য উপজেলার চাহিদা মিটিয়ে প্রাচ্যের ম্যানচেষ্টার বলে খ্যাত বাবুরহাটে (শেখেরচর) নিয়মিত সরবরাহ করে আসছে। এছাড়া এ উপজেলায় প্রচুর সবজি উৎপন্ন হয়। যা সমগ্র দেশে এবং দেশের বাইরে রপ্তানি করা হয়।