Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

                   

  • পান্থশালা

রায়পুরাতে দর্শনীয় স্থান বলতে পান্থশালা।  রায়পুরা বাজার থেকে যেকোন রিকশা বা অটো বা সিএনজি যোগে  সেখানে যাওয়া যায়। পান্থশালা হচ্ছে মনোরম পরিবেশের মধ্যে অন্যতম। সেখানে আছে মেঘনা নদী। যা পর্যটকদের খুব আকর্ষন করে। পর্যটকরা নৌকা বা স্পিডবোট দিয়ে মেঘনা নদী ভ্রমন করে। সেখানে ফেরিঘাটও আছে। সবসময় পান্থশালা পর্যটকদের ভীর থাকে।

 

  • কবি শামসুর রাহমানের বাড়ি 

আমাদের বাংলাদেশের কবি শামসুর রাহমানের বাড়ী রায়পুরা উপজেলা পাড়াতলী গ্রামে। অনেক দূর-দূরান্ত থেকে পর্যটকরা কবি শামসুর রাহমানের বাড়ি দেখতে আসে। কবি শামসুর রাহমানের বাড়িটি জমিদার আমলের ছিল। তাই ইহা অনেক পুরোনো। সেই বাড়িটিতে এখনো কবি শামসুর রাহমানে স্মৃতি জড়িয়ে আছে। বাড়িটির সামনে একটি পুকুর আছে। সেই পুকুর নিয়েও কবি একটি কবিতা লিখেছিলেন। আর একটি কুয়ো আছে। তবে পর্যটকরা সবসময়ই কবি শামসুর রাহমানের বাড়ি দেখতে আসে।

 

  • বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্মৃতি ফলক

আমাদের দেশের মুক্তিযোদ্ধে যারা সর্বোচ্চ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। সেই বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি আমাদের এই রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামে।এখানে রয়েছে তার বাড়ি , বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্মৃতি ফলক , বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার।

 

এছাড়া রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের গোকূল নগর গ্রামে বিশ্বখ্যাত রেড ফুড নির্মাণ করা হয়েছে। ইহা ঢাকা - সিলেট

হাইওয়ে রোডের পাশে এটি অবস্থিত। অনেক পর্যটক এখানে আসা-যাওয়া করে।