Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

রায়পুরা এর ভৌগলিক পরিচিতি

মেঘনা, পুরাতনব্রহ্মপুত্র, আড়িয়ালখাঁ ও কাঁকন নদীবিধৌত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা রায়পুরা নরসিংদী জেলার

দক্ষিণ-পূর্বাংশে অবস্থিত| এই উপজেলার উত্তরে বেলাব উপজেলা, পূর্ব কিশোরগঞ্জ ও ব্রাহ্মনবাড়িয়া জেলা, দক্ষিণে ব্রাহ্মণ-বাড়িয়া জেলার নবীনগর ও বাঞ্ছারামপুর এবং নরসিংদী সদর উপজেলা, পশ্চিমে নরসিংদী সদর ও শিবপুর উপজেলা অবস্থিত ৷এই উপজেলা প্রায় ২৩ o ৫২  ও ২৪o ০৪  উত্তর-অক্ষাংশ এবং৯০o ৫৯  পূর্ব`দ্রঘিমাংশের মধ্যে অবস্থিত ৷রাজধানী ঢাকা ও নরসিংদী জেলা সদর থেকে রায়পুরা উপজেলা সদরের দূরত্ব যথাক্রমে ৭৯কিঃমিঃ এবং ৩২কিঃমিঃ৷ এর মোট আয়তন ৩১২.৭৭বর্গ কিলোমিটার৷ তন্মধ্যে জলাশয় ও প্রশস্তনদী ৪৩.৭৭বর্গ কিলোমিটার|