রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের বীরশ্রেষ্ঠ মতিউরনগর গ্রামে পুরাতন ব্রহ্মপুত্র নদের অববাহিকায়।
ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া অথবা ভৈরব রেলস্টেশন থেকে সিএনজি যোগে বীরশ্রেষ্ঠ মতিউরনগর।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে যাওয়ার জন্য প্রথমে ঢাকা থেকে নরসিংদী জেলার রায়পুর যেতে হবে। ঢাকার গুলিস্থান থেকে মেঘালয় বা ভৈরবের যেকোন বাসে নরসিংদী যেতে পারবেন। নরসিংদী থেকে রায়পুর উপজেলা ২৮ কিলোমিটার। সিএনজি বা অটোতে রামনগর উত্তর পাড়া রোড ধরে রামনগর নদীর পাড়ে অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে যেতে পারবেন।
আমাদের দেশের মুক্তিযোদ্ধে যারা সর্বোচ্চ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। সেই বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি আমাদের এই রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামে।এখানে রয়েছে তার বাড়ি , বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্মৃতি ফলক , বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার।
ঢাকার নিকটবর্তী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (Bir Shreshtha Matiur Rahman Memorial Museum) অবস্থিত। ২০০৮ সালের ৩১ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতিবহনকারী এই জাদুঘরটি উদ্বোধন করা হয়। জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত মেঘনার নদীর গা ঘেঁষা বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘর দেখতে দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসেন।
বাঙ্গালীর গৌরবজ্বল মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা ও বীরত্বের সম্মান স্বরূপ সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান অন্যতম। ১৯৭১ সালের ২০ আগস্ট পাকিস্থানী বিমান ঘাটি থেকে প্রশিক্ষণ বিমান টি-৩৩ বিমান হাইজ্যাক করার পর ভারতে বিধ্বস্ত হলে লেফটেন্যান্ট মতিউর রহমান শহীদ হন। শহীদ হওয়া এই বীর মানুষটির প্রতি সম্মান প্রদর্শন পূর্বক নরসিংদী জেলার রায়পুর উপজেলায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্মৃতি জাদুঘর নির্মাণ করা হয়। জাদুঘরের লাইব্রেরীটিতে রয়েছে প্রায় ২ হাজার ৮০০ টি বইয়ের সংগ্রহ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান জাদুঘরের পাশে রয়েছে বীরশ্রেষ্টের স্বজনদের বাড়ি, রামনগর হাই স্কুল ও রামনগর উত্তর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকে এই জাদুঘর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস